জ্যোতির্ময় রায়



এন্টিডোট 


A~ ধরে চলতে চলতে গিরিখাত । 
লিপিড-প্রোটিন-লিপিড ব্যারিয়ার।জলে নাকি হিংস্র থাবা ?
যাক সাইনেপটিক জংশন এ তখন ট্রাফিকের সবুজ সিগন্যাল ।

বীজগাণিতিক নিয়মে এক্স ধরাটা যতটা সহজ 
সফ্টম্যাটারের ব্রাউনিয়ান মোশন ঠিক ততটাই 
আলোক সমবর্তী ।যাক হৃদপিণ্ডের পেসমেকার গুলোতে 
পড়া ডিজেলের গন্ধটা নেই ।

A =পয়জনিক মেটাফর।আগুনের ভিতর আগুন কিংবা 
চোখের ভিতরে চোখ চাঁদ হাসি হাসে ।।







নেভার_এন্ডিং 


একটা সিঁড়ি ।
    কিছু কথা 
       কিছু শব্দ 
          সমীকরণ 
             যতিচিহ্নে প্রেম 
                ধর্মীয় ধ্বজায় মুক্ত চিরকূট 
                      আমার "আমি"এর 
                   বিজ্ঞাপনের দেওয়াল লিখন ।।

ছক কাটা বালিয়াড়িতে লোভনীয় শরীরী গন্ধ।
কিংবা "চাঁদ ঝলসানো রুটি" ।।
        নো লিমিটিশন 
          হেলুজিনেসন ..... 
              চলতে চলতে পা পিছলে গেলে 
                   শব্দ সমুদ্র নতুন ভাষা দেবে।





0 comments:

Post a Comment