প্রাণজি বসাক



যেখানে আকাশ নেই

কোথাও থাকে কোনো আধফালা  স্বপ্ন আর 
আধফালা অকল্পিত
 বোঝে না তামাম ন্ধুরা কে কোথায় ছুঁয়ে থাকে
সময় মানে নিজস্বতা
সার্বিকবো কখনও
তেমনভাবে আসে না যেভাবেই তুলে রাখো
আধফালা স্বপ্ন কেমন
বয়স্কগাছের জাফরিছায়া
দুপুরকে বড্ড বেশী হিংসে হয়-যেখানে
আর ফেরা যাবে না
বারবার চমকে ওঠা প্রান্তিকবোধ বারান্দায়
নিরীহ দরজার ওপাশে
সেখানে আকাশ থাকে না 







নিরক্ষর


কিভাবে এক এক করে তুলে আনি
অথবা কিভাবে এক এক করে গেঁথে রাখি
              আকাশের বুকে নানান রঙ
কিম্বা এক একে করে লেপ্টে দিই উড়ন্ত ঘুড়িদের
এভাবেই কি ফুটে উঠবে চিরন্তন প্রসন্নতা
                  তোমার স্বপ্নমাখা মুখে
আমি নিরক্ষর – অরচিত থাকে তোমার ইশারা
ধরতে পারি না সময়কাল পেরিয়ে যায় অযথা
                  ততক্ষ্ণে ঘুড়ি কেটে গেছে
কোথায় কোন তেপান্তরে বাঁশবনের মাথায় আটকে গেছে
লাটাইয়ের সুতো ফিরে আসে   আর
       তোমার উৎফুল্লতা দশগুন বেড়ে যায়

আমি দৌড়তে থাকি কাটা ঘুড়ির উদ্দেশে





0 comments:

Post a Comment