অনুপ বৈরাগী



পুনশ্চ


ইতি হাত নাড়ার পর আমার মহরৎ 
ফুলঝুরি কথা হারালে
নাড়িয়ে দেওয়া উচ্ছিষ্ট বারুদ টুকুই আমি

কথার সেমিকোলনে 
চুরি যাওয়া মুহূর্ত ফেরত

বেলুন সার্জারিতে   
জিভকাটা মেমরিব্লক : শব্দডানা 

আগামী চিঠি পাওয়া ইস্তক ভালো থেকো

পুনশ্চ : এখন যেটুকু লিখছি এটাই আমি






অ এ অ-লক্ষ্মী


লক্কা পায়রার লাট খাওয়া দেখতে দেখতে
রোদপোড়া বিকেল ঘরমুখো 

হরাইজোনে পড়ে থাকা ছায়ার দিকে তাকিয়ে ঝাউগাছটা নিজেই ছায়াময়

ঘোমটার চৌবন্দীতে
প্রদীপের চোখে ইলেকট্রনিক ফিলামেন্ট

অলক্ষ্মী পুজা কেন হবে এপ্রসঙ্গ সযত্নে 
এড়িয়ে যাওয়া যায়

কোজাগরী বাসনে চাঁদের কালি 
ইরেজার : অফিস কামাই 

চালের গুঁড়োতে চোবানো মুঠোর
ছাপে সাবধানে পা ফেলে আলতা 
         এক
              দুই
                  তিন 
                       চার ....

সিংহাসন : কয়েক কদম গেলেই

পেঁচার ডানার তলায় : কুবেরের হাসি 







0 comments:

Post a Comment