মুস্তফা হাবীব




তারার উপমায় সে অদৃশ্য মণিহার


অন্য একটি আকাশ,  যে আকাশে....
একটি তারা দিনের আলোয়ে ফোটে। 

তারাটি আমার পরম আপন
তার মনোলোকে আমিও এক দীপ্ত তারকা, 
তার একরাশ ইচ্ছে আমাকে জাগ্রত রাখে
সকাল সন্ধ্যা অনিমেষ, প্রতিটি লহমায়! 

নগদ প্রাপ্তি প্রদান নেই
দৈহিক চাওয়া পাওয়া শূন্যতায় মেলানো
তবু সে আছে, তবু সে থাকবে মনোমন্দিরে। 

রোজ সে আমার বাগানে আলো ছড়ায়
যে আলোয়ে উদ্ভাসিত হয়ে আমি কবিতা লিখি
তার চঞ্চলা দু 'নয়ন মুগ্ধতায় হাসে
তার অপার বাসনা....
আমি যেনো না হারাই কবিতার পৃথিবী থেকে।

সে দেখতে চায় আমাকে কবিতার সাম্রাজ্যে 
একজন অমলিন অধীশ্বর হিসেবে, 
সে এক মুহূর্ত আমার লোকান্তর চায় না।

হে প্রভূ, তার অভিপ্রায়ে তুমি ঢেলে দাও  
অনন্ত অপার জমজম কুপের পানি।
তুমি তো জানো, সে আকাশের তারা নয়
সে আমার .... 
          তারার উপমায় সে অদৃশ্য মণিহার।





0 comments:

Post a Comment