বিপ্লব সরকার



সমীকরণ 

যে পথে দাগ রেখে গেছে ধারালো ছুরি
সে পথে হাঁটতে হাঁটতে শিখি


কলম কখনো কলম আঁকতে পারে না

প্রতি রাতের অভিজ্ঞতায়
থামতে হয় একটা বিষম সমীকরণের কাছে


এখানে কবি ও কবিতা
খুঁজতে থাকে পরস্পরের...
                                        সমানুপাতিক যোগসূত্র



আয়ত্ত ভাষার ব্যাকরণ 

  

আমার ভেজা দূরবীন দিয়ে
তোমার বিষন্ন আয়না দেখে
ভুল হয়ে গেল আয়ত্ত ভাষার ব্যাকরণ


বিশারদগণ দীর্ঘ করলো আঙ্গুল
ছোট হয়ে এলো আকাশ


তুমি তাই মেলে ধরো ঠোঁট
দেয়ালে প্রতিফলিত হোক্ মেঠো রোদ্দুর
আমি এই ঘন অন্ধকারে
রোজ সেঁকে নেব ঘন ঘন উত্তাপ


আর ওই মায়াময় পর্দার শতকোটি আলোকবর্ষের
জেল্লা মেখে
অনন্ত জ্বলতে থাকুক
                              
                                আমার অবিন্যস্ত অক্ষরমালা







0 comments:

Post a Comment