শুভঙ্কর পাল




পিয়ারী গুলবাহার 

মেহেফিল মেহেফিল বৃষ্টি তানপুরায়
ও মোর মেহেদী হাসান পিয়ারী গুলবাহার 
" রাফতা রাফ্তা ও মেরি হাসতি কা সামান  হো গায়ি "
লিখে দিলেই নেচে ওঠে মিশরী বালার নীলনদ 
বুক পকেটে লুকিয়ে রাখা খুশবু গান 
বাগানের গোলাপ 
কবেকার অজন্তায় নেচে ওঠার ভঙ্গি 
শিলালিপির ভিতর আহা  ! চর্যাময় নৌকো পারাপার 
সাজিয়ে রেখেছিস গুঞ্জার মালা 

রু শব্দে 
তখতে নূরজাহান কবেকার তাজ সন্ধ্যায় রঙিন হয়ে এলো 
এখন বৃষ্টি ধুয়ে দিলে মমতাজ আসিয়ানা গেয়ে ওঠে মেহেদী মেহেফিল 







এভাবেই একদিন 

ঘড়ির কাটা দুলছে 
যেভাবে জেব্রাক্রসিং পেরিয়ে গেলে কোন জুতোর দাগ রাখে না 
লালের ভিতর লাঙলের গল্প 
কাস্তের ধাতব ধার কমে এলে বেড়ে যায় জীবনের ঋণ 
সবুজের বুকে দুটি ফুল ফুটেছে টবে 
টবের ভিতর মাটির গান 
মাটিকেও জ্বালিয়ে দিতে চাইছে কেউ 
সীমান্তে দরকষাকষি 
বারুদ বুলেটে কাফিনে শুয়ে থাকে যারা 
তাদের সকলের রক্ত লাল 
অনু পরমাণুর হিসেব কষে নিচ্ছে রাঘব বোয়াল 
শিরোনামে জ্বলতে থাকে পাইনের দেশ 
সেগুনেও  আশঙ্কার মেঘ 
মেগা সিরিয়ালে জিভে জঠরে বিধান লিখে দিচ্ছে কেউ কেউ 
এভাবেই একদিন আমাকেও মরে যেতে হবে 






0 comments:

Post a Comment