উদিত শর্মা







সীমানা পেরিয়ে

শান্ত হয়ে পড়ি অশান্ত চারপাশ দেখে
আকাশ উপুর করা রোদের আলোয় ঝিমুই
অগোছালো আমিকে নিয়ে বসে পড়ি আরশিতে।

বৃত্তের ভেতরে কিছু লোক। বৃত্তের বাইরে কিছু ----
একটা চিলেঘুড়ি উড়ে বেড়ায় পরিধি বরাবর। 
খাতার পাতা উল্টে দেখি
বাইরের দুটি পাখি ভেতরে আসতে চায়
ভেতরেরও কিছু বাইরে ----

নিষিদ্ধ ইরেজার দিয়ে পরিধিটা মুছে দিলে
একটা অখন্ড আকাশ পেতে পারো। 







মেহফিল

চেকবুকে অঘোষিত সই।
গানবাজনা। স্ফূর্তি। খাওয়াদাওয়া।
টিভি সিরিয়ালে মানসিক অত্যাচার।
শেষ ট্রেন বাঁশি বাজিয়ে চলে গেল।
চুল পেকেছে। মুখের ভাঁজে বলিরেখা।
এই তো সময় ভেসে বেরাবার ----
মাশুক তুই একটু জিরো।
তোর জন্য রাখা আছে মেদুর-মহক-মেহফিল।





0 comments:

Post a Comment