নাসির ওয়াদেন


বাঁধনা  পরব  


কী মায়াময় ওর চোখ দুটো 
কী নেই ওর মোহিনী দৃষ্টিতে 
আদিমতা ওদের বুকের অলংকার 

ঝর্ণার মতো মিথ্যে দিনগুলি বহে
ময়ূরাক্ষির স্রোতে ---
আকাশে রঙিন গিরগিটি চাঁদ 
কতবার যে রঙ বদলাবে 
এক কর্পোরেট কুয়াশা মেশানো প্রত্যাশা ••••

তেঁতুল তেঁতুল খেলা •••••
বাঘা তেঁতুল আর বুনো ওলের মধ্যে সখ্যতা 
মনে করাল জল্লাদের ঘড়ির শেষ সময় 

কী পেল ওই হোপেন সোরেনের বিটি--
মাথায় গুজা 'বাহার', চোখে আশ্বিনের ঘুম 

ঘুম থেকে উঠেই বাবুর হাজার ফাইফরমাশ 
আবার মাঝে মাঝে বিছানায় গতর মেলা 
দুটোর সমীকরণ = হ্যাংরি + প্রোভাটি ••••

কাঁচিকাটা দিনগুলো পৌষের শিশির মাখা
ধনুকের ছিলা বেঁধে আনবে বুনো শিকার --

কুঁড়া-কুঁড়ির চারচোখ এক করে দে বাঁধনা•••





 ৪৫° তাপমাত্রার  বিকেল 

এক ৪৫° তাপমাত্রা 
জানালার কাঁচ ভাঙে 
গতিবেগের ত্বরণ বাড়িয়ে 
দিয়েছে গরম হাওয়া --

বিছানাকে শরীর থেকে বিচ্ছিন্ন 
করো না প্রসব যন্ত্রণা 
কার্নিশে জলীয় বাষ্পের অভাব 

ছেঁড়া ছেঁড়া শব্দের তড়িৎ 
প্রবাহ রক্তনলে সঞ্চারিত 
শব্দরক্ত তুমি ক্যানসার 
শুষে নিতে পারো••••

○+পজিটিভ রক্ত ডাউনলোড করছে 
মাঝবয়সী রাত 
নতুন অ্যাপস 
লোহিত কণিকা আর থালাসেমিয়ায় 
প্রবল দ্বন্দ্ব 
ঘনীভূত মাতৃরস 

ক্লোরোফিল এখন অনুঘটক হবে 
অক্সিজেন সাপ্লাই দেবে  সবুজ হিমোগ্লোবিন।


















0 comments:

Post a Comment