ডাক্তার গদাধর দাস ও তাঁর কিছু কবিতা



ডাক্তার গদাধর দাসের জন্ম 1934  ।  পেশায় তিনি চিকিত্সক। অত্যন্ত মেধাবী এই কবি কবিতার পাশাপাশি প্রবন্ধ গল্প ছড়া এবং কবিতা নিয়ে নতুন সম্ভাবনার কথা প্রতিনিয়ত বলে গেছেন । কবিতা এবং ছড়া লেখার ক্ষেত্রেও প্রায় ভিন্ন ধর্মী লিখে গেছেন । পাশাপাশি ম্যাজিসিয়ান হিসেবেও পরিচিত ছিলেন ।

 পত্রিকা সম্পাদনা করেছেন  যথাক্রমে  তোড়া এবং বাঁশপাতা । তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা চার । তার মধ্যে 'আকাশ ইজেল'  অন্যতম  । পেয়েছেন 'কবিতা পাক্ষিক' সম্মান ।  

তিনি স্বপ্ন দেখতেন কবিতা পূর্বের একঘেয়েমিতা ছেড়ে নতুন দিশায় পথ পাবে এবং অনেক নতুন নতুন তরুণ কবিদের আশ্রয় ও উৎসাহ দিতেন ।  তাঁর শতাধিক কবিতা এবং অনেক ছোট গল্প ও প্রবন্ধ অগ্রন্থিত রয়ে গেছে।

তাঁর কাব্যগ্রন্থ ' আকাশ ইজেল' থেকে কিছু কবিতা নিচে রাখা হল : --










0 comments:

Post a Comment