সোনালী মন্ডল আইচ



ফ্রেম


গিলে করা ধুতি পাঞ্জাবি
আর পরিস ?
বসন্ত আসে?

পুরানো কাঁচ ভাঙা রোদ --
সোহাগী খুনসুটি--
মেঘ ছবি --?

আলাদিনের প্রদীপ ছুঁয়ে আশ্চর্য
জীবন জুয়ায়
বাঁচার রেস

চার দেয়ালের দরজার চাবি
সমুদ্রের হাঁ-মুখে
অসাবধানে হারালে

আর কিসের তাড়াহুড়ো বল
আবোল তাবোল
ইচ্ছে ডাক

বাতাস জুড়ে মিউ মিউ
বায়না ভুলে
একটা রুমাল

এক শালিকি মন খারাপে
ধুলোর পাহাড়
কে গল্পকার ?



0 comments:

Post a Comment