পল্লব কর্মকার



হারানো পৃথিবী

যখন আমি ভাবছিলাম তুমি আমার,
তখন অন্য কারো দ্রাঘিমায়
তুমি হচ্ছিলে বন্দি।
আমি খুঁজেছিলাম তোমায়,
পৃথিবীর সমস্ত অক্ষ-দ্রাঘিমায়।
কিন্তু নিজের হৃদয়ে
খুঁজে দেখিনি একবারও;
বিশ্বাসই হয় না,
তুমিও এমন পারো!
হয়তো পেতাম না হৃদয়েও।
তুমি বদলে গেলে বলে
ভেবোনা আমার হিংসে হচ্ছে!
আসলে অবাক হচ্ছি,
কিভাবে বদলে গেল সেই মন
কি মায়া ছড়ালো এমন~
যেখানে প্রতি মুহূর্তে
আমায় দেখার জন্য উঠত ঝড়,
আর একে অপরের ঘ্রান নিয়ে
কেটে যেত সারা বেলা,
শুয়ে দুজন দুজনার 'পর।
আজ তাই,

লালায়িত,অগণিত
স্বপ্নের হাহাকার,
করে দেয় ধ্বংস,
অপভ্রংশ চিন্তার।









তোর ছবি

কি ভালো আঁকতিস্ তুই,
তোর আঁকা সেই আমার ছবিটা
আজও একই আছে
আজও হাসতে শেখেনি সে
যেন চির মৌন হয়ে বাঁচে।
আর আমার আঁকা তোর
সেই সন্ন্যাসিনী-বেসি ছবিটা,
রুপের সেকি ছটা,
আর আছে নাকি?
আছে নাকি!
আমার আঁকা
তোর নিভাননের 
দেড়শত ছবি?
অনেক ভয় উদগার করে ..আজ 
একটা কথা বলি ...
সেই সন্ন্যাসিনী বেশে 
তোকে কোনোদিনও মানায়নি;
আমার অভিমান ছাই করে দেওয়া
তোর সেই উম্ আলিঙ্গন--
শিতল ছায়া ঘেরা তোর বসন্ত
আজ অন্য কারো পৃথিবী।
আর আমি চির কলঙ্কিত চাঁদ...
শুধু তোকে স্পর্শহীন আবর্তনে মত্ত।।
















0 comments:

Post a Comment