দেবাশিস মুখোপাধ্যায়




অক্টোবর লিপি 




পাতায় রোদ । দরকারে অনুপস্থিত পাখি । দুপুর রাত্রির ঠোঁট চাইলেও নেই ।
     ছায়া বাড়ি । ঠান্ডা হয়ে আসছে ।ভূতের গল্পে । লেপ পাচ্ছে খুব ।
   ব এ বক্ষ লিখি আর উ এ উষ্ণতা






২.

পাহাড় হাড় নিস্তেজ । ছন্নছাড়া অঙ্ক ।
গ তে গমন নেই । ঈশ্বরী হাসে ।
সে হারিয়ে গেলে অ বাক । কসুরকে বেদম দি । ইশারা কাফি ।
ফিরতে ফিরতে হত আ শ





1 comments:

Rathin Bandopadhaya said...

বাহ্, অন্যরকম

Post a Comment