মহ.ওলিউল ইসলাম



শেষ পথ
   
পালিয়ে ফেরার পথটি শেষ হয়েছে এখানে|
    ---    গন্তব্যের দুই-তৃতীয়াংশে মাইল ফলক|
এখানে কিছুকাল বিশ্রাম|
অপুষ্ট শরীরখানি নিয়ে দাঁড়িয়ে আমি|
হাত তুলে জানান দিয়েছি----
--আমার উপস্থিতির|

হামসাফার দেরি করে নি।
বাঁ হাতের আঙুল ধরে অদৃশ্য-পথের প্রান্তে|
----সামিল হ'লাম পথ ভোলাদের মাঝে|
পুরাতন অভিজ্ঞতার শেষ এখানেই,
নতুন---!! শুধু অনুতাপে ভরা|



                       



মৃত্যুর সীমান্ত থেকে

              

মগজে ঠেসে ঠেসে আছে বিবর্ণ অতীত|
বর্তমান, --এখনো কাঁচা,চল্লিশ দিন কবে শেষ হবে!
-------প্রতীক্ষায়|


থ্যালামাস গুলো  আন্দোলনের পথে|
গুরুমস্তিষ্ক বিশ্রাম নিতে চায়|
বিজ্ঞপ্তি ঝুলিয়ে, অনুমতির অপেক্ষায়|
সাম্যতা ফেরাবে না লঘু----|
তবুও দেহখানি মন্থরগতিতে,-
ধিক্ ধিক্ ছুটছে--
আগামীর পানে|

বাঁচতে চায়,পুরাতনের ভিড়ে নতুনকে জড়িয়ে ধরে |
পা দুটি ক্লান্ত,তবুও থামতে চায়না|
গন্তব্যের সীমা অনেক আগেই জরিপ করেছে তারা|


একটি সীমানায় শেষ হবে পথ|
যেখানে পৃথিবী শান্তবিশ্রামে,মাটির সাথে আকাশ কানামাছি খেলে|
সেদিন স্বপ্নগুলো জেগে উঠবে ঘুম থেকে|
বলবে,--
--আমাদের বেঁচে  থাকা জীবনের প্রেরণায়,
--আমরা সুন্দর আগামী খুঁজে দিতে পারি|
শুধু থাকতে দাও তোমার মনের ঠিকানায়|











0 comments:

Post a Comment