পরিতোষ হালদার




চরকা


শরীর খুলে এসো, আমরা দৈবচয়ন করি।
#
আহ্বানে আনন্দ আসে এবং কাছাকাছি এসে বুঝতে পারে, সে পরমাকৌশল জানে না।
সবার দিকে তাকিয়ে দেখে তারা প্রত্যেকেই শরীরবান, যা থেকে কেউ মুক্ত নয়।
#
সে মৌনপ্রস্থে যায়.......
#
ব্রত সেরে যখন ফিরে আসে তখন সে পুরুষ।
আচমন শেষে দেখে, সামনে দাঁড়িয়ে আছে নারী, যার শরীরে পাতার পোশাক।
#
পুরুষ অবাক হয় এবং ভয়ে চোখ বুজে থাকে। নারী তার হাত ধরে বলেÑ
চলো- আমরা চরকা কাটি।




দ্বিবীজপাতা


অথচ মৌন ঝরে পড়ে। পাতার আড়ালে যে বসন্ত ছিল তার পালিশ লেগে থাকে বুকে।
উঁচু উঁচু আলতো বিকেল, আরও নীচে জলরঙ।
যেখানে স্নান নিলে সমুদ্রও পথ পেয়ে যায়।
#
আমরা ছবিওয়ালা, পরস্পরের প্রচ্ছদ হতে চাই।
#
অকস্মাৎ পাহাড় থেকে পড়ে যায় বর্ষাকাল, শিরোনামহীন কিছু নূপুর জীবন।
বাষ্পের মতো আসি, গন্ধ পেরিয়ে দেখি, পড়ে আছে বাগানবিলাস।
#
এবার উষ্ণ করো, ঈষৎ ঝুকে এসে দেখো- আমি এক শান্ত দ্বিবীজপাতা।
জোড় খুলে দাও, প্রার্থনা থেকে মুক্ত করো ছায়া।
আমি অক্ষর হয়ে যাই, যার গায়ে অনিবার্য রোদ লেগে থাকে।





0 comments:

Post a Comment