রিম্পা নাথ




অভিশপ্ত রাস্তা
                   
বুকে একটু আগুন ছিটানোর কেউ নেই
পেনের ভিতর অদম্য ইচ্ছাশক্তি
খাতায় বুক চিরে দাগ কাটতে চায়
যার জন্য লাল রঙ প্রবল ভাবে উড়ছে
কাঁপানো চুল নিয়ে ক্রমশ হেঁটে চলেছি অভিশপ্ত রাস্তায়
এবার তো বোঝো!কতটা বিশ্বাস ছিঁড়েছ!
আসলে বেশী দেখলে চোখে ধাঁধাঁ লেগে যায়।




অপেক্ষায়
               
দই এর ফোটা চেটে চেটে তাপ সংগ্ৰহ করছি বুকে
তুলনীয় শিরা বরফে মাথা গুঁজে জল খেতে চায়
কাছাকাছি থার্মোমিটারে সুখ মাখিয়ে 
অন্ধকার খোলার চেষ্টায় ব্যস্ত আছি
     না ।   এভাবে গাছ কাটা যায় না
ধুলোর চাদরে পা থেকে মাথা গুটিয়ে গেছে
দাঁতের ভিতর আলো দেখে সোজা হওয়ার অপেক্ষায় ।





0 comments:

Post a Comment