মৌসুমী রায় ঘোষ


ডাকছে নিশি



ডাকে সে শহরের সমুদ্র, খোলা মাঠ,
শহরের বুকে তুমুল বৃষ্টিপাত| মনের
গভীরতম অন্ধকার প্রকোষ্ঠে যত্নে রাখা
ডায়েরীর পাতার ভাঁজে ডাক দিয়ে যায়|
চোখের আয়নায় আকাশের ছায়া| সমুদ্র
শহরের| জল উপছে অকস্মাত্‍বৃষ্টিপাত|
তীব্র লোনা বাতাসে আলোড়িত অঙ্গ-প্রত্যঙ্গ|
শরীর-মন লবণাক্ত| মাঝ সমুদ্রের বুকে উড়ন্ত
আলবাট্রসের ক্ষীন ধ্বনি কানে এসে
বাজে| উড়ে যাওয়ার মুহুর্তে শালিকের
ছেড়ে যাওয়া ডাকের মতো একটা রেশ
থেকে যায়| এ কিসের ইঙ্গিত? কোন
অজানা সুতোর টানে দিশেহারা জীবন তরঙ্গ?
অব্যহতি দাও, নিস্কৃতি দাও আমায়, দয়া করো!
পেছনে পড়ে থাক নিশির আকুতি|
দৃষ্টি সামনে, থাক নিরন্তর পদক্ষেপ|










রেণুপথ অমসৄন



প্রজাপতি পায়ে লেগে রেণু|
পাখার আগায় কিছুটা|
নির্নিমেষ বাঁধ যেখান থেকে
জীবন মোড় নিয়েছে|
রেণুগুঁড়ো পথ অমসৃন এগিয়ে চলা|
জাহাজ ঘাটে মাস্তুলচোখ নিবিড় ছায়া|
আজ তৈয়ারী নেই|
যায় ঘরে ফেরা ডাক|
কোদালের আগায় উঠে আসে
বাবর, হুমায়ুন, শেরশাহ|
মুদ্রার ঝনঝনানিতে ঠিক
হয়ে যায় সব কিছু|
নিশুত রাতের পরিকল্পনা|
বেগমের ফোঁপানি শুনতে পাচ্ছ?






0 comments:

Post a Comment