দিশারী মুখোপাধ্যায়




আগুন 

খোসা ছাড়াবো না 
আঁতি বাদ দোবোনা 
কাঁচা পাকা বীজ বা আঠা বা পোকা ও পচা অংশ সহ 
সবটুকু গ্রাস করবো 
এর গঠন ,ভর কিম্বা ভার কিম্বা রঙ 
থাকা কিম্বা নাথাকা সহ 
সবটুকুই তো তুমি 
সম্পূর্ণ তোমাকে আমি 
ঘৃণা ও প্রীতি ,ধারণ ও বর্জন সহ 
গিলে খাবো 

আমার এযাবৎ কোনো খোসা বা আঁতি তৈরী হয়নি 
আলো কিম্বা অন্ধকার ,কঠিন কিম্বা পিচ্ছিল 
রস কিম্বা পুঁজ 
একটা আবরণ আছে বলে মনে হতে পারে 
সেটা অভেদ্য বা দুর্ভেদ্য বা অজাত 

আমি এক নিরাকার পাইথন 
চিবিয়ে, চুষে ,চেটে ও পান শেষ হলে 
আমি বলে সর্বনামটি বিলুপ্ত হবে 




সময় 


খুব বেশি দূরে নয় 
কাছাকাছিই সে কোথাও আছে 
হয়তো খুবই সামান্য ,তিনশো 
কিম্বা চারশো কোটি আলোকবর্ষ দূরে 
পাশ ফিরে শ্বাস ফেললে 
গায়ে এসে লাগে 

আলোকবর্ষও ক্রমে ছোটো হচ্ছে 
সাবালক হতে হতে 
ক্রমশই সেকেন্ডের দিকে 

আগামী ক্যালেন্ডারে 
ফ্ল্যাট বদলের মত আমাদের 
পৃথিবী বদল হতে পারে 
হয়তো আগামীকালই 
বিম্ব আর প্রতিবিম্ব একাঙ্গী হবে 







0 comments:

Post a Comment