দয়াময় মাহান্তী


সেইসব কবিতা


কান্নার ধ্বনির মতো গভীর একদিন
সন্ধ্যা ছিল

না-থাকা আকাশ দীর্ঘ
অবকাশের কণ্ঠের কাছে দলা পাকানো প্রণয়ের রঙ
টুপটাপ 
        ঝরে 
মাটির নিকটে
ঘাসের ঘরে তার আলো বিস্তীর্ণ ঘুরে
ঘুরে সবুজ পোকাটির মতো 

একদিন সকলি ফুরায়
বিবর্ণ হয়

পতনের শব্দও  কম মূল্যবান
নয় জীবনের তাৎপর্যে

মানুষের শরীর একদিন  শুনেছিল
শিশিরের মতো ভারী গলার গান

একদিন অনেক আত্মহননের 
                  ইচ্ছার 
                       উপরে 
                           পড়ে
এক একটি সন্ধ্যার

ব্যক্তিত্বকে করেছিল প্রসন্ন ধীর




নীলবর্ণ জার্নি

ডট পেনের বলটি ঘুরতে থাকে...

বল ঘুরতে ঘুরতে কত রাত পার হল
দিন পার হল
রোলারের চলন্ত চাকায় ভিজে কাপড় জড়িয়ে
শ্রমিক মেয়েটি যেভাবে শীতল করে
নীলবর্ণ জার্নি চলে যায় 
রাস্তা আসলে চিরদিন সফেদই থেকে যায়
অনেক চলন-গমনের পরেও
মন মানে না নামে না 
উচাটন কার কাছে উঠে যেতে চেয়ে ...

ডটপেনের ডগায় বলটিকে
নিরীক্ষণ করি
তার ক্ষমতা নিয়ে ভাবি,ব্যর্থতা নিয়েও

মাঝখানে পড়ে থাকে একটা গন্তব্য
নারীর যোনি,অথবা গ্রহাদির কক্ষ

আলো ক্রমে আসে,না কি কমে আসে?





0 comments:

Post a Comment