শুভদীপ ভট্টাচার্য্য




হে সুখ,হে দুঃখ ! 

দুঃখ একসময়  আমাদের নিত্য সঙ্গী ছিল ।
এখন আমি তর্জনীতে সুখ নিয়ে ঘুরি।ক্ষুধার থালায় দুঃখ ছিল ।
মায়ের হাসিমুখ, বাবার ফাটা পা,দিদির কালো মুখ আমাদের দুঃখ নিয়ে আসত ।
আমি বারবার সুখের দরজায় মাথা ঠুকে খিস্তি ঝাড়তাম ।
সুখ ,দুঃখের সৎ ভাই ।


সময় বদলেছে ।তবু, সুখের থালায় রয়ে গেছে ক্ষুধা । বেড়েছে দিন দিন।

সংসার-সুখী দিদির মুখের কালি দুচোখে ছড়িয়েছে ।বাবার পায়ে পেট্রোলিয়াম জেল ,
বুকে তবু সুখ-যন্ত্রণা নৈঃশব্দে ফাটে । 
মা'র মুখের হাসি দুঃখ নিশীথের মত আজও অম্লান ।




0 comments:

Post a Comment