সব্যসাচী সরকার





সময়ের কাছে


একা শূন্য মাঠ - ফাঁকা -
একটি নিবিড় গাছ দাঁড়িয়ে রয়েছে
তুমি অন্তর্বর্তী সময়ের মাঝে 
স্থির করে নিচ্ছো দৃশ্যপট গুলি
                           নৈর্ব্যক্তিক

আর আমি থির বিজুরির মতো 
তোমাকে আশ্লেষ করে টেনে চলেছি
বিন্দুজল - তোমার রক্তের কণা আর
                               অর্গ্যাজম  ।







 পতন


বীর্যপাত হলে এক জন্ম হতে পারে
                  যদি সেটা যোনিগর্ভে ঘটে

তবে যদি ছন্দপাত হয় - সেখানে জন্মের 
                  কোনো প্রত্যাশা থাকে না 

বিনষ্ট অঙ্কুর আর তার নিথর দেহটি এক
ক্লীবের মতোই স্থির - হতবাক আর সাদা  !






0 comments:

Post a Comment