মুর্শিদ আলম




খণ্ডিত


যা কিছু আমাদের গোপন কথা
সবই আজ ভিড় করেছে
খণ্ডিত পুঁথিতে! 

পুনরুজ্জীবন ? সে তো ছাপাখানা
                              যুগের অতীত
প্রাপ্তসুখ না হয় খণ্ডিতই থাক্ না! 
আমি বরং উচ্ছিষ্ট কুড়াব নিয়মমাফিক
                            ডায়েরির পাতাতেই l







অন্যদিন 


শহরের ভিড় ঠেলে 
সরু গলিটি ঢুকে অনেক গভীরে
ভাঙ্গা  দেওয়ালে পাশ কাটিয়ে
নির্বাক দাঁড়িয়ে একটি আস্ত শরীর

বুক পেরিয়ে ক্যমেরাবন্দি
কয়েকটি ছায়া হাত পায়ের নড়াচড়া
আলো নিভে যেতেই ধীর পদক্ষেপে
                       এক দু'পা অনুসরণ ! 





0 comments:

Post a Comment