অভিষেক মিত্র



শুষ্ক স্বপ্ন


প্রথম প্রথম হাওয়ারা ফেরে বাড়ি,
উড়ন্ত সেই আলোর দেখা পাই,
ঘুম চোখে সেই কুয়াসার মাঝখানে,
তোমার হাতের ছোঁয়াই হাতড়াই।

ঘুম ভেঙে ওঠে লুকনো স্মৃতিগুলো,
অপেক্ষা তার, হাজার বছর আগে, 
যুগ যুগ ধরে, হাতছানি, প্রেম আর, 
চেনা মুখগুলো, ভীষণ অচেনা লাগে। 
আস্তে আস্তে পুরনো চিঠি স্তুপ,

নিজের ছায়ায় নিজেই ভীষণ ফিকে,
সূর্যাস্তে সীমানা পেরিয়ে আজ,
ছুটে যাই আমি নতুন তোমার দিকে।



0 comments:

Post a Comment