নির্মলেন্দু কুণ্ডু




০-তার সমীকরণ 


০-তাকে মাপতে মাপতে
এগিয়ে চলেছি মহা-০-এর দিকে,
হাতে কিছু সমীকরণ
০>১
ইউরেকা বলে ওঠার আগেই
খুঁজে পাই রুক্ষ বাস্তব...
শীতকাল চলে এলে
ঝরে পড়ে পালক
১...
২...
৩...
গুণতে গুণতেই আবিষ্কার করি
এক মহা-০,
অমোঘ...অবশ্যম্ভাবী...




দেশলাই



বারুদগুলো স্তূপাকারে জমছে—
অসামাজিক সমাজ,
তঞ্চক রাষ্ট্রযন্ত্র,
অসভ্য সভ্যতা...
তালিকাটা লম্বা হতে হতে
ছুঁয়ে ফেলেছে মারিয়ানা!
সরণ=০
অনির্দিষ্ট চলনে গমনও তথৈবচ!
অতএব
শুনতে পাই পরোয়ানা
দেশলাইয়ের...
মুক্তির...



0 comments:

Post a Comment