সুকান্ত ঘোষাল



মনের জখম

এখন আর তালবন নিয়ে কিছু বলার
                 নেই
কিংবা আখের শক্তপোক্ত গিঁট
যার ব্যাকরণ ভালো তার পাঁচফুটের উপর
                 ঝরছে
মনের জখম ফাঁকা ফাঁকা 
                যেন
কোণাকুণি গোরুরগাড়ি
ভিজে গামছা মেলে দিয়েছে রোদ
তখন ছবি মিলিয়ে দেখো
                কতটা
ছেড়ে এসেছি আগে
আর কুকুরের শিরদাঁড়ায় টেবিলফ্যানের
                হাওয়া 






স্বপ্নের কুঁজো

কোণায় রেখো ভক্তরাম
গড়িয়ে গেছে ভাঙা এদিকে স্বপ্নের
                কুঁজো
হে যন্ত্রনার বড়সাহেব স্নানের শেষে
জড়িয়ে দিলে গামছার সুতো

তার নামে আর যা কিছুর মিল দিই
আঁটতে গিয়ে প্যাঁচ কেটে সেই আলগা হল
                ফাঁক
যেমন ঠিক মাঝখানটার কথা
মোষের কাঁধে বেশ কিছুদূর বেড়িয়ে আসে 
                পাখি
         





0 comments:

Post a Comment