অভিষেক ঘোষ



জোকার


নিশ্চিদ্র অাঁধারের শরীরে যৌনতার গন্ধ,
রক্তমাখা কিছু লাভহীন চিৎকার
বুমেরাং হয়ে ফিরে অাসে।
নরাধম কাঁধে ফুটে অাছে শজারুর কাঁটা
সেই কাঁটা থেকে মহুয়া ফুলের মতো ঝরে পড়ছে
হেমলক বিষ...

সেই বিষ পান করে নীলকন্ঠী হয়েছে অামার কবিতার 
নারী।

একটা অস্থির ছবি তখনো মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে
 কিছু জোকারের ঘোলাটে দৃষ্টিতে।।






গোধূলি


          
ছায়ার অাল্পনা অাঁকা হলো জ্যামিতিক উঠোনের পাশে
দুপুরের বেলা শেষ।
                    অপরাহ্ণ অালোর বেনু বাজছে অাকাশে...
অলস বিশ্রামে বধূ অনাবৃত করবীর গানে
এ পাড়ার গলিপথে গোধূলির গন্ধ বয়ে অানে।






0 comments:

Post a Comment