প্রদীপ কুমার ঘোষ



খরস্রোত ও বালির বাঁধ

                

দস্যি পা থেকে নূপুর খুলে
              ভোরের ঘাসের শিশির কেড়ে নিয়ো না।


ঋতুতে ঋতুতে বদলায় যে আকাশ
              তাকে একটা ঘরের দেওয়ালের
                                   মনোক্রোম রঙের হিজাব পরিও না।


ডানাতে যার দিগন্ত ভর করে
                চোখেতে তার ১০০ বছর বাঁচে।


পাতার পর পাতা লিখতে দাও

আমূল পরিবর্তনের ইতিহাস
                 এভাবেই উৎস থেকে বেরিয়ে
                                    মোহনাকে অগ্রাহ্য করে।


গুনতিতে ভুল হওয়া
                 একটি বাতিল যুগের রোগ


আমরা সেসব ফেলে রেখে
                 এক ক্ষণস্থায়ী অথচ সচল
                         এবং নির্মীয়মাণ
রেনডম অ্যাকসেস মেমোরিতে


                   জীবনের কাঁঠাল-সত্য উপলব্ধি করি।




0 comments:

Post a Comment