মতিউল ইসলাম



বন্যা


বান এসেছে ভেসে যাচ্ছে ঘর বাড়ি,
শিশুর খেলনার পাশেই ভাসছে
আমার আজন্মলালিত অহং,
ডুবে যাচ্ছে মেলায় কেনা চুড়ি
খোকার খেলনা রেলগাড়ি 
ডুবে যাচ্ছে আমার বোধ.
তীর্থের কাকের মতো  ত্রানের আশায়
 বসে থাকা মানুষের পাশে পেতে
রেখেছি বাটি,
এক টুকরো নতুন পলির জন্য,
একটা মরুভূমির বীজ বপন করবো.
ফনীমনসার ঝোপে অহংকার আটকে আছে.






পাগলের প্রলাপ


তন্ন তন্ন করে খুঁজছে আর অস্ফুট স্বরে
বিড়বিড় করছে পাগলটা,
জীর্ণ ঝোলা থেকে ছুঁড়ে ফেলছে তামাম আবর্জনা,
ছড়িয়ে যাচ্ছে দুর্গন্ধ যুক্ত পচা খাবার
পুরানো  কাগজ আর ছেঁড়া ক্যারিব্যাগ.
বিড়বিড় শব্দ টা বিলাপে পরিণত হয়েছে,
ঝোলার মধ্যে খুঁজে পেয়েছে বসরা গোলাপ,
আস্ত চাঁদ, আর সোনার কাঠি রুপোর কাঠি,
এমন কি ছেড়া সংবিধান টা ও ড্যাবড্যাব করে চেয়ে রয়েছে.
পূর্ন ঝোলা শূন্য হতেই হাকাকার করে উঠে
পাগলটা,
চিৎকার করে স্বাধীনতা টা কোথায় গেল,
স্বাধীনতা!!
ছুটে গিয়ে দেখতে পার ঝোলার মাঝে কেমন নিশ্চুপে ঘুমিয়ে আছে গোটা ভারতবর্ষ. 






0 comments:

Post a Comment