অয়ন মণ্ডল



উৎস 


প্রতারিত হতে হতে তুমি এসে দাঁড়িয়েছ সন্ধের ভিতর
তখনও বঁনগা লোকালের ঘোষণা হয়নি
রূপকথার দেশগুলিতে মানুষগুলো যতটা উজ্জ্বল দেখায়
এখানে ঠিক তার বিপরীতে হাঁটছে...

এসব কিছু যখন ঘটে যাচ্ছে, সবার অলক্ষে
কোমরের বেলটা একটু টাইট করে নিলে
এটাই তো সম্বল জীবনকে শরীরের সাথে
        আঁটোসাঁটো করে বেঁধে রাখা

সে যাই হোক, 
    পিছন ফিরে তাকোনোর সময় কোথায়
        সন্ধের ভিতর থেকে একমুঠো আলো
         নিয়ে ফেরাটাই হল বাঁচা----





আয়না মানুষ

বাথরুমের আয়নায় আমার চেহারাটা বড্ড বিদঘুটে
যতবারই জল দিয়ে একটু পরিবর্তনের চেষ্টা করি 
    কবিতার মতো নেমে আসে জলবিন্দু
     শব্দগুলো দিনকে দিন ফ্যাকাসে 
                                   হয়ে যাচ্ছে

তাহলে কী আমার জন্য ----

দু'চার মিনিট বিনোদন দেওয়ার জন্য আয়নার ভিতর
                     হাঁ করে তাকিয়ে থাকি

জিভটা লকলক করতে থাকে, 
     চোখদুটো যেন চড়াই পাখির ডিম

তাহলে আমি যেটা দেখছি, কোনো আদিম মানুষের সৃষ্টি 
                       আদিম গুহাচিত্র...

কোথাও একটা ভুল হচ্ছে, 
      ধারাবাহিক উপন্যাস কখনও কবিতা
                 হয়ে উঠতে পারে না! 





1 comments:

Unknown said...

প্রথম টি বাস্তব চিত্র। দ্বিতীয় টি, আয়না মুখর,... বিষাদ টি পূর্ণ হোক আরও, বা অপ বিষাদ টিও,তাহলে আরও আরও লাগবে সময়ের।

Post a Comment