অয়ন ঘোষ


                 

 লাল আপেলের গল্প

শীতের দেশের উত্তাপ
নরম অধরে মুখ ডুবিয়ে খুজে নিচ্ছ রক্ত স্বাদ
উদ্ভ্রান্ত চাঁদ হাঁটছে দ্রাঘিমা বরাবর
বিগত বছর গুলোর উপর ধুলো জমেছে নিয়মমতো
মৃত আলো জানে অন্ধকার কতটা  শীতল হয়
মিথুন লগ্নের প্রত্যাশা, বিলম্বিত প্রলাপ
গত রাতের স্বপ্নে  কোন আশচর্য ভূগোল ছিল না
অনেক বেলা করে প্রেম এল
জলের বিছানায়,
আমি তখন দীর্ঘ শীতঘুমে হাঁটছি
বৈশালী নগরে, আদমে ফেলে যাওয়া আপেলের সন্ধানে।





শাটলকক

আমার প্রতিবেশীরা ছড়িয়ে গেল
নতুন নতুন রাস্তায়
চকচকে জামা কাপড়ে পাছে
দাগ লেগে যায়, ভিড় এড়িয়ে
পা বাঁচিয়ে, চলছি আমিও সাবধানে
কথার ফানুস ওড়ে
রাজপথে, লম্বা লাইন রেশন দোকানে
নিত্য নতুন কর বসছে সাড়ে তিন হাতের সভ্যতায়
হাতের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে
ঝা চকচকে শপিং মলের অফার
চেনা চাঁদ গড়াগড়ি খাচ্ছে রাস্তায়
শাটলককের জীবনে প্রান্ত বদল ছাড়া
কোন গত্যন্তর নেই।





0 comments:

Post a Comment