ঐন্দ্রিলা মহান্তি




অন্ধ

পিয়ানোমাখা দুপুরে কোঁচকানো রোদবোরখা
জেব্রাক্রসিং পসরা সাজানো -- অষ্টাদশী
ভূচুম্বক ( পর্যটকহীন জোষ্ঠীক্রোধ ) ।

গোলাপীত্বকে ঘুমপ্রহরী -- অস্তমিত বরফখাদে

টুকরোটুকরো সন্ধিক্ষণ । এক - দুই - তিন শূন্যের
প্রিভিলেজড নিউজফিড ! প্রান্তখাওয়া কলম্বাসের
সন্নিহিত বাহু : অশ্বত্থের সেলুলার । দূরদর্শী
টেলিস্কোপে , অ্যাগারঅ্যাগার প্ল্যাকার্ড
বিলি চলে.....





নীলচে পশমে মোড়া কিরণ


ঘনায়মান দুঃস্বপ্ন নান্দনিক তন্দ্রাবুকে : খড়জ্বালা ।
চোঁয়া আমেজী খুজরো পাপে পাশলুকোনো চুপচুপে ক্লান্ত ক্রোধ । তিনটে বাগানী মজলিশ -- শহুরে স্তনে
হুল ফোটায় । কিছু আফ্রিকান সিংহ ঠোঁটের লালে
বেনারসী ঢাকে : জড়ানো চারপ্রহরী ; উন্মুক্ত পাগড়ি
দেখে বিদ্রুপদাঁতে মাটি খেতে থাকে.....।

লোধহীন সুরা । ঘরপোড়া ঘ্রাণের নিম্নমুখী

কাজল , আপছায়ার ইঁটরুট । গড়ের মাঠের উগ্র চিতা -- ধার ঘেঁষে হাঁটতে থাকে.....! পালকির ফুসফুসে পিনপোঁতা শিল -- পাশমিন শালে জজমানি ম্যাপল
চাপা দিতে থাকে ॥

                






            

0 comments:

Post a Comment