আফজল আলি


ভূতেরা খুন হয়েছিল
              

রাত জীবিত থাকতে থাকতেই আমরা পৌঁছে যাব মানুষের  গহ্বরে
ঠেলাগাড়ির গন্ধ শুঁকে আমাদের নিরাপদ থাকা হচ্ছে না
বাস্তুভিটের কাছাকাছি  এসে আমার নষ্ট  হয়ে যাওয়ার কথা মনে পড়ছে
-  ঠিক কতটা জলগরম হচ্ছিল
    আমার মায়ের কথা  , পুরনো দালান 
কবিতা আদর খুঁজছিল

স্বপ্নের চেয়ে এক কিমি দূরে বটগাছের ছায়ায় ধানের শীষের মতো কে যেন হাসছিল

আর একটি গর্ভবতী  গাই 
          এক জোড়া যুবতী 
ভালো থাকবে না বলে মুহূর্তগুলো অত্যধিক আঠার চাপে

তোমাকে রাগ করে দিব্যি খেয়েছি
নির্দিষ্ট করে বলোনি মেঘ মাস্টারডিগ্রি
করেছে কোন নালন্দায়

ছুঁয়ে যাচ্ছে মন , হারিকেনের আলোয় ভূতেরা খুন হয়েছিল
টাক বন্ধ করে উন্মুক্ত জীবন  , বাতাসের জন্য এত কাছে




প্রয়োগলিপি
                  

পরস্পর কুড়িয়ে নিচ্ছে আকাশ
জানি না রাত কীভাবে প্রতিশব্দের উপর নাচবে
আমি অংশত উত্তরাধিকারের নীচে

কোনো এক ভগ্নাংশ দিয়ে পাখিরা উড়ে গেছে
প্রজন্মের পর প্রজন্ম বাদুড়গুলো গাছের ভিতর ছিল
রাতের অভিশাপ কোথাও  প্রয়োগ হল না
আরো কিছু ভাবনা  নাড়ীনক্ষত্র জানত

এরা সাধারণ নয়
এরা কয়েদিকে কদর্য বানায়
এদের মাংসের দাম বাজার ছেড়ে গেলে
সৎ চিৎকারে কর্কশ হয়ে ওঠে

যা চাইছিলাম তারচেয়ে অনেক বেশি কাঠকয়লা পুড়ছিল

ব্যথার মাঝে পুরোপুরি দাহ্য 
আর তাদের চিনাবাদামের কৌটো
প্রকৃত অর্থে বাঁদর  ও  হনুমানের ক্রোধ
পৃথিবী ক্ষয়ে যাওয়ার আগে দ্রুতগতিতে ফিরছিল ঘরে




2 comments:

দিশারী মুখোপাধ্যায় said...

নতুন চোখের অনুসন্ধানে যেতে ভাবনা যোগায় ।

Unknown said...

অসাধারণ কবিতা দুটো ।পড়ে মুগ্ধ হয়ে গেলাম । কবিকে অজস্র অভিনন্দন একরাশ ভালবাসা ।

Post a Comment