শাল্যদানী


জিবাক

 ১

অন্তবাসরীয় অবসাদ 
এ ফলে বীজ আর অঙ্কুর নেই
শুষ্কতম অনুভাব
অনুভূতিশীল অনন্তদেব
না, অনঙ্গদেব
সৎপথ সত্যির মুখোমুখি আদিমতা
এগিয়ে চল
আরো দূরতম দ্বীপ

থেকে যাবে মন
ক্লোরোফিল ছাড়া
বিজনে বাজুক এস্রাজ
জমুক গজমোতি আশ্রয়
আরো এগিয়ে যাই

শূন্য বলে যাকে চেনো
তার থেকেও আগিয়ে
নক্ষত্রপথ পার করে
কিছু নেই
কেউ থাকেও না
একা থেকে যাও জীবাশ্ম হয়ে
প্রথম জীবের চিহ্ন


থেমো না পথিক
এবার শব্দেন্দ্রিয় পথ
তৃপ্তিহীন সংগম
আওয়াজ নয় অনুভাস
শুনতে না পারলেও কিছু আছে
একটু জিরিয়ে নাও

ওঠো বেদুইন মন
কবিতার দেশ সবে শুরু
ফল্গুপ্রবাহ দেখে থেমো না


সমুদ্র ডাকছে
মারিয়ানা খাঁদ খুঁজছে তোমায়








 ২

ঠিক যেখানে সমুদ্রকে ছুঁলে
তারই পাশে চুম্বক
টেনে নেবে আড়ালকারী সব পরিচয়
নগ্ন করবে আদিমতায়



ভয় কি
মুখোশ খুলতেই হবে
ক্ষমার বাইরে সে ভীষণ দেশ
পরিচয় একটাই
ভাষ্যকার


না মশাই, কবিতা এখনো আসে নি
এবার সমুদ্রস্নান
সারাশরীর ভাসিয়ে দাও বাষ্পে
ফেনার সিঁড়িপথ
নেমে যাও গভীরে


জোছনা দেখবে হঠাৎ
সাদা গাঢ়রূপ অক্ষর
ভেবে নাও    ধরে নাও একদুটো
তাদের বুকে কান পেতে শোনো
কথা বলবে      ইঙ্গিত দেবে
বুঝতে পারলে মিশিয়ে দাও অনুতে

মুক্ত তুমি

শুনে ফেলেছো ধ্রুবলোক
টুকতে পারবে?
পারলেই কবিতা
নইলে শুদ্ধ পাঠক



ফিরে এসো টেবিলে
তাকাও খাতায়
কি আঁকা ওতে?
শূন্য

কবিতায় আজ তুমি কবি







0 comments:

Post a Comment