কুমারেশ তেওয়ারী



ভাইব্রেশন

এই যে এত অভিসন্ধি। গুনাহ কবুল কর রানী
ওড়না জেনেছে ইসক্ আর জানে উল্লাসি বনানী। 
তোমারই বিপন্ন কাম মুখ ঢেকে থাক সঙ্গোপনে
সামবেদ মানেই গান ওড়ে পোড়ে বিরহের মনে। 
শুধু কিছু পর্দা প্রথা জেগে ওঠে জগৎ চুম্বন
প্রতিক্ষণে ভেঙ্গে পড়ে শব্দ করে যে অনুরণন
পুনর্বার গড়ে উঠে দিয়ে যেতে আলোকের তরী 
যে আলোতে স্নান শেষে শুদ্ধ হয় চঞ্চল শবরী। 
কামগন্ধ মুছে ফেলে পুণ্যতোয়া নদীকল্প রূপ
যে ভাবে দাঁড়ালে পারি ভেঙ্গে ফেলতে নৈঃশব্দ্যের চুপ
সেভাবে দাঁড়াও ধনী ফেরোমেন পথের কিনারে
চাঁদ হাতে উঠে যাব খেয়ানৌকো প্রেমের মিনারে।

0 comments:

Post a Comment