রঞ্জন চট্টোপাধ্যায়




অবগুন্ঠন খো‌লো



পদ্মপুকু‌রের পা‌ড়ে ব‌সেও
রাষ্ট্রযন্ত্র
নিরা‌মিষ হ‌য়ে গে‌লে



পরীক্ষিত সত্য‌টি কখন যেন
‌ত্রি‌নয়নী মা‌ছের কিল‌বিল

মাথাটা বাঁ‌দি‌কে ঘোরা‌লেই
এক‌টি বিসংবাদী ভোর



ডান‌দি‌ক সমান্তরাল




নির্দিষ্ট নেই


দুহাত স‌রে দাঁড়ালে
তোমার সন্নিধ  ইচ্ছাগু‌লো  বুঝ‌তে পা‌রি

 এইখান থে‌কে আকা‌শে সন্ধ্যার‌তি

সমীকর‌ণের ছায়ায় নি‌র্দিষ্ট‌  নেই

আ‌মি যে এক‌টি দেশভা‌গের ম‌ধ্যে আছি 



0 comments:

Post a Comment