অরিজিৎ রায়



'মৃত-দৃশ্য'



দৃশ্য ১

শ্মশান সঞ্চয়ে বিশ্বাস রাখে না,
সেখানে তাই মানুষের নিজস্ব ঘর নেই।
ঘাসের কোলবিন্দুতে বসে তাই দেখছি
কয়েকজন মানুষ মৃতদেহ পোড়াতে ব্যস্ত।
পাশে একটি ঘাসের জন্ম হচ্ছে।

দৃশ্য ২

প্রত্যেকের মুখে একই রকম চিত্রকল্প,
মৃত্যুর উদাসী গন্ধে সবাই এখন বিচ্ছিন্ন।
অনেকে তাই দেখতে পাচ্ছে না
হাসপাতাল চত্বরে গাছ লাগানো থাকায়
লাশেরা একা সারিবদ্ধ ছায়ার নীচে ঘুমাচ্ছে।

দৃশ্য ৩

অনেক গোছানো দুপুরের পর
সদ্য জন্মেছিল বাহারি কিছু ফুল,
অনর্থক মৃতদেহগুলোর উপর
সে-সব ফুলেরা এখন শ্বাস ফেলছে।



0 comments:

Post a Comment