রমানাথ ভট্টাচার্য

            


                                ভালবাসিবার ঠাই        

এখানে বড্ড ভিড়, সুনয়না
চিল ওরে খুব, ওদের ডানা ঝাপটানি
আকাশ ঢেকে দেয়
মৃত শবের গন্ধে দু- চারটে বসন্ত পুড়ে ছাই
সে ছাই মাখা জটাধারীরা জটলা করে আছে
বড্ড ভিড়, সুনয়না

সাদা কালো রঙিন মাছখেকো হাঙ্গরেরা
জলকেলি করে-
জল ছিটকে আসে পায়ে- হাতে- চিবুকে
সে জলফোঁটায় সূর্যের আলো ঠিকরোয় না
শুধু ঢুয়ে যায় চড়া মেক আপ
এই জলেও বড্ড ভিড়, সুনয়না

সুনয়না, চলও আমরা বরং পেড়িয়ে যাই
সাতটা নরক- আরও ওপারে
খুঁজে আসি কোথায় ‘ভালবাসিবার ঠাই’-




ভাবনারা


ভাবনারা আসে যায় ধীরে ধীরে
ল্যাম্প পোস্ট ছুঁয়ে থাকা পায়রাগুলোর মতোই
ঢুকে যায় মনের গভীরে
চড়াই- উতরাই- মরুপথ
কিছু পিরামিড, কিছু নাম না জানা পাহাড় পেড়িয়ে
তারা মিলিয়ে যায় দিগন্তে- 
ফুটপাথ ফাঁকা পড়ে থাকে- আর
সেখানে ছড়িয়ে থাকে কিছু বিষ্ঠা




0 comments:

Post a Comment