মোনালিসা রেহমান



আগুন পাখি


উডন্ত মাকু ও খেয়ালিঝরণা
একটা ভালোবাসা সর্বস্ব জীবন
শূন্যতার বেড়াজাল ভেঙে জেগে ওঠে
নিয়মের অবগাহন।
কাকতালীয় হলেও সত্যি হয় কিছু কিছু ঘটনা
তখন আমরা বিষন্ন বলয়ে নিজস্ব নিয়মের
কথা ভাবতে থাকি বাঁচার তাগিদে
আমার আমিত্ব নিয়ে যায় স্থবিরতা।
মুখ থুবড়ে পড়ে থাকে জীর্ণ পাতারা
আগুন পাখি বেঁচে থাকে
ফুল ফোঁটার আনন্দে।




মুদ্রা 


এক একটা নাচের এক একটা মুদ্রা
এক এক রকম অর্থ বহন করে.....
কখনও যুবতী গাছের টানে...
প্রকৃতির রুপে নিজেকেই হারায়
কখনও যুবতী ভোগের জন্য উন্মুখ
কখনও অন্তসলিলা...
কখনও প্রেমের বিরহী
কখনও সর্মপনে কাঙ্খিত নারী সুজন বন্ধু।
কখনও সে খন্ডন করে বাধা বিপত্তি
কখনও সে রাধা কখনও সে মীরা...।
এমনই সে মুদ্রার ভার।
কখনও সে মুদ্রা দেখাতে দেখাতে
লুটিয়ে পড়ে মাটিতে...... প্রেমাঙ্গীনি।




0 comments:

Post a Comment