অপূর্ব খাটুয়া



আমার ব্রত




বুঝেছি তোমার চোখ এতই গভীর
নোঙর পায় না তল সেই জলধির
ফাগুন জমেছে বুকে বছর বছর
তবুও আমার প্রান টানেনি নজর।  





প্রানের আকুলে প্রান যায় না পাওয়া 
তবুও কঠোর ব্রত, বুকের চাওয়া....
অসীম তৃষ্ণা ভরা অবিশ্রাম পথে
ধরেছি শক্ত হাল অকরুণ স্রোতে।

তোমায় কেবল নয় , কোমল আত্মা 
ভরে দেব সুখালোকে, এই প্রতিজ্ঞা ।











শূন্য আশ্রয় 


শুয়ে আছে একটি ডুমুর গাছ
পাশে শুয়ে আর একটি ডুমুর গাছ
দুজনে তাকিয়ে পরস্পরের দিকে। তাদের
অতীত মিলন একটাও ফুল ফোটাতে পারেনি।
ফলের সুস্বাদু রন্ধনে রসনাতৃপ্ত করেছিল একদিন
ওই দম্পতি । সাজিয়ে ছিল ঘর ।
ফুটিয়ে ছিল ফুল ।



এখন ওরা বয়েসভারে নুব্জ
শুয়ে থাকে পাশাপাশি ওই দুই ডুমুর গাছের মতো।

শহরে গ্রামে অনেক দম্পতির
এখন এমন জীবন অতিবাহিত হয়।











0 comments:

Post a Comment