রত্না দাশগুপ্ত আইচ



লাশ 

যন্ত্রনাদের দেখার চেষ্টা কোরোনা, 
চোখ বুজে ফেলবে তীব্রতায়, 

কুঠুরিতে শায়িত অগুনতি লাশ , 
মাথার টিকিটে লেখা দিন ক্ষণ 

গভীর রাতে নক্ষত্র সাক্ষী 
রেখে ওরা ফিরে আসে
এক এক রাত বিষ যাপনে 
আকাশ যখন ঘোর কৃষ্ণবর্ণ

ওরা হেটে চলে ,, কথা বলে



উদ্বৃত্ত 


যন্ত্রনা গুলো আগলাতে আগলাতে 
কখন যে জন্ম দিয়েছি লালচে মুক্ত,

দেহগত মৃত্যু হয়েছে একথা 
ঢেউ জানায়নি আমায়

ক্ষত গুলো জ্বল জ্বল করছে 
সে মূক, দ্যুতি মৃত্যুর সাক্ষর , 

কেউ ছুঁয়ে দেখেনি কখনো
যন্ত্রনা দাগ কত গভীরে 
গুটিয়ে রেখেছিলো নির্লিপ্ত মৃত্যু ,

ঢেউ এর চাদরে বেহুলা সময় ভাসিয়ে 
নিয়ে গেছে উদবৃত্ত খোলস 

আমি বাঁচতে শিখিনি মরতেও শিখলাম না





0 comments:

Post a Comment