শোভন মণ্ডল



কার্নিভাল শুরু হয়ে গ্যাছে



বসন্তের হাওয়া এসে উড়িয়ে দিয়েছে বরফ
গাছে গাছে সবুজের বার্তা
আনমনা ঝরে পড়ে ম্যাপলের পাতা
শরীর জুড়িয়ে দ্যায় ওয়াইন-রঙা রোদ
কটেজে কটেজে কার্নিভাল  প্রস্তুতি
ভেসে আসে কেকের ঘ্রাণ
পার্কের গালিচায় ফুলের সমারোহ
ওক গাছের পদতলে নিভৃতি-যাপণ
শোনা যায়  গির্জার ঘন্টা-ধ্বনি
অজানা পাখিদের মনকেমন শিস্

প্রেমের উৎসব শুরু হয়ে গ্যাছে
কবিতা পড়বেন ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ...









জঙ্গলের ভেতরে মন্দির



জঙ্গলের ভেতর পোড়োমন্দির
আগাছা লতায় পাতায় ঢাকা

ফুল বেলপাতা ছড়ানো ছিটানো
সিঁদুর মাখানো শিলা
এখনও পূজিত হন দেবী, দু'বেলা 

শহর ছেড়ে অনেক দূরে
তুমি আমি এসেছি হাত ধরে 
ঝিরঝিরে বৃষ্টি,  ঝরা পাতা
রন্ধ্রে রন্ধ্রে আদিম মোহ


গড়িয়ে পড়ুক সুপ্ত আদরগুলো
শুধু সাক্ষী থাকুক পাষাণ বিগ্রহ...








0 comments:

Post a Comment