রুমা ঢ্যাং অধিকারী



অভ্যেসের শিরোনাম

চেনা দুপুর কেটে ভাঙা শব্দ জুড়ে গেলে 
      যে খাঁচামেঘ ঝুলতে থাকে 
আনাচেকানাচে 
           তার দেয়াল বেয়ে নামে অপারগতা
আর সময় >দিন > মাস:
           গমনকারীর বিশেষণ খোঁজা ক্লান্তজন
শূন্য সীমানা = একটি চাকা
   অনেকটা অভ্যেসের শিরোনাম 

কপাল এককদম এগিয়ে মনখারাপের সোজাদিকে
      ধূলিসংবাদ তুলে আনে
                 যেখানে মধ্যবর্তী লাইন একটি
       যা বিরহতে আঙুল ডুবিয়ে রাখে





অভয়ারণ্য টানটান

সেই অনুভূতির ভেতরের চিহ্নগুলো আজ 
ভোরের তারা 
               ব্রীজ ভেঙে জেগে আছে আকাশ
   আর তার গায়ে অসংখ্য কৌশল ঠোঁট চাপলেও
               ব্যাকুলভাবগুলোয় যথেষ্ট বরফ ঘষেছি
এবং সাবানের গায়েও কোন উল্লাশ ছিল না
যদিও নদীর পাশে তল্লাশি চালিয়ে দেখেছি
                 মৃত খুনসুটি ডানা ঝাপটাচ্ছে 
ও ক্যালেন্ডার থেকে পৃষ্ঠা কমানোর নিয়মানুবর্তিতায়
         পিঠ থেকে ছুটে যাচ্ছে ঘোড়া
  
 ম্লানত্বের বাসায় জড়ো হচ্ছে বিশেষ্য
       দুপাড়ের মধ্যবর্তী ফেরিওয়ালার যাত্রা এখন ভিন্নমুখী
পুড়ানো পাটাতনে একবার টর্চ ফেলেছি
  আসলে ঋতু বদলানোর টোটকা খুঁজে পেতে
             পুবদিক থেকে আসা সমস্ত ঢুকে যাচ্ছিল হাঁপে
নদীর রচনার সিদ্ধান্তে
          হাঁটুপথ পেরানোর ঝঞ্ঝা রোখা প্রয়োজন

স্যাংচুয়ারি ও পাখিছিদ্রমুখের সম্ভাবনায় 
                             অভয়ারণ্য টানটান






1 comments:

দিশারী মুখোপাধ্যায় said...

রুমার কবিতায় অভয়ারণ্য টানটান থাকার বার্তা রয়েছে । চর্চা ওকে অধিকারী করে তুলবে আরো ।

Post a Comment