সায়ন্তনী হোড়



জীবনের উপপাদ্য

1.
      
      ডুয়ার্সের ফুটন্ত অরণ্যে 
বেঁচে থাকার আশ্বাস টুকু আজ লবণাক্ত 
জ্যামিতির বাক্সে রাখা 
কম্পাসে আঁকা ভুল বৃত্ত ...
 অস্তিত্বের ছাঁচে বিলীন 
কিছু বিদগ্ধ ইচ্ছে 
পলাশের গন্ধ মোড়ানো 
  শুকনো গোলাপের স্তবক 
 সেতুর ওপারের গভীরতাকে 
 সেঁকে নিয়ে জীবনের লীন তাপে ..।।
  
                    2.             

         নিশ্চুপ কলম
        নিস্তব্ধতা পাহাড় পেরিয়ে 
   ছুটে আসে স্মৃতির ধোঁয়া 
বেগতিক জোনাকিরা 
অন্ধকারের মায়ায় হারিয়ে ফেলে পথ ...
শব্দেরা আজ নিশ্চুপ 
 ডায়েরির ভেজা পাতায় 
  অকবির জীবন জুড়ে 
ছোটাছুটি করে কিছু
 বিতৃষ্ণা ... ... বেওয়ারিশ কলমের নিঃশ্বাস ...।।





                         

0 comments:

Post a Comment