নিশীথভাস্কর পাল




দৈত্যের চোখে জল


বুকের ডান দিকটা দুবার ঘষতেই বেরিয়ে এলো প্রদীপের দৈত্য

প্রভু আদেশ করুণ বলতেই বললাম কালাদান নদী পেরিয়ে নিয়ে এস এক রোহিঙ্গা শিশু

যে আমাকে খাবারের খোঁজ শেখাবে মৃত মায়ের স্তন খুজে

যে আমাকে বেঁচে থাকা শেখাবে বন্দুকের নলের দিকে চোখ রেখে

দৈত্য চুপ দৈত্যের চোখে বন্যা দেখলাম শুধু নীরবে ফুঁপিয়ে কান্না

এক বাটি বিন্নি ধানের খৈ সবরি কলা আর দুধ নিয়ে সময় তো থেমে থাকেনি

হা বলতেই হাওড়া থেকে হারারে জীবনের নিরন্তন ছুটে চলা

অথচ মা বললেও মানবতা মুছে শুধু হিংসার ফাঁসে গলা l







আটপৌরে সম্পর্ক


এক কাপ চা শেষ হবার মতো সম্পর্ক হয়তো শেষ হবে না

কর্পূর শেষ হওয়া ফানুসের মতো হয়তো আছড়ে পড়বে না পূর্বের অবস্থানে

অভিমানে শুধু দূরত্ব বাড়তে পারে মনের , মুখোমুখি কিম্বা পাশাপাশি বসেও

জীবন মন্থনে উঠে আসা সম্পর্কের অমৃত পান করে বেঁচে থাক চড়ুইভাতি মন

তুমি মানবী হতে তৈরী হও আমিও ভগবান হতে চাই না তোমার বিচার করতে

কৃষ্ণপক্ষের অন্ধকার মুছে যাবে যদি প্রাণ খুলে হেসে উঠতে পারো

অভিমান তোলা থাক তোমার তোলা শাড়ির সাথে আজ শুধু আটপৌরে সম্পর্কে থাকি






1 comments:

Unknown said...

দারুণ স্যার

Post a Comment