অভিজিৎ পাল




কামালগাজি


চেয়ে থাকি ইউনিভার্সিটির বহুদিনের চেনা চেনা অলিন্দে। আজ আবারও ভেলকি দেখাবেন মহামান্য আধিকারিক পরম বুদ্ধিমত্তায়। নতুন খেলা, নতুন উপকরণ, নতুন পদ্ধতি, পুরানো খেলোয়াড়। হা-বাচক দৃষ্টিপথ বেয়ে অতলান্ত সাগরের মতো নেমে আসবে স্নিগ্ধতা। আমি পুনরায় হাততালি দিতে দিতে জানাবো অভিবাদন। যেখানে যেসব ভেলকি দেখাবেন সব দেখব অপার বিস্ময়ে। উপকরণের দিকে তাকিয়ে কষ্ট জমছে মাপা কথায়। সংকেত পৌঁছে দিচ্ছি সুতোর পাত্রে। অন্ধকারের বিরোধিতা করে ডুবে যাচ্ছি অন্ধকারে গল্পে। জানি জীবনীকাব্যের মতো জীবনে প্রুফ বিষয়ক কোনো পর্বের জায়গা নেই নেই নেই...






পর্ণমোচী



নীল আকাশের কোনো সীমারেখা নেই। কাঁটা তাঁরের বেড়া নেই দু'টো দেশ বরাবর। ভেদাভেদের ভেদরেখা নেই নতুন গম্যপথে। নেই ঢাকা কিম্বা কলকাতার আলাদা নামকরণ। আমাদের সব দৈনন্দিন কথাগুলো বেড়ে ওঠে গলির মোড়ে। জেহাদ ঘোষনা করে মুঠোয় চেপে। বুকের ভিতর আগুন জাগায় বৈপ্লবিক ক্ষুধায়। একটা হঠাৎ করে আমূল বদলানোর স্বপ্নকুচি জন্মায়। সময় জমিয়ে দেয় গাঙ্গেয় ব-দ্বীপের শরীরী পলি। শুধু অপমানের ভার বহন করতে থাকে অসময়ে.. থমকে যায় স্বপ্ন বদলে যায় চাওয়াটা। মেনে নিতে শিখি প্রতিবন্ধকদের। আমাদের জন্য আনন্দ জমে ওঠে অন্ধকারে। মাটির উপর ইঁটের পাঁজা করে তুলি। যতটা পথে চলেছি আমরা দাগ কাটি। পতাকার প্রতি অঙ্গিকার করি ঐক্যতান সুরে। গাছের মতো বড় হয়ে উঠি সূর্যালোকের দিকে চেয়ে। শিকড় বেড়ে ওঠে গন্ডী দেওয়া টবের ভিতর। সব সম্পর্কের ঘোষণাহীন কথা বলতে বলতে। আমরা ঠিকঠাক পর্ণমোচী হয়ে যাই। নতুন কোনোও স্বভাব সিদ্ধতায়। কিংবা নতুন সমীকরণে..






0 comments:

Post a Comment