অরুণকুমার দাস



একটি প্রেমের কবিতা



সাইকেল থেকে গতি নেমেপড়ে
ছোট্ট চায়ের দোকান - একলহমা ক্লান্তি
জল ছুটছে চোখের মতন, উষ্ণতায়

টগবগ ঘোড়া


অসামান্য বুদবুদ
খুচিয়ে দিচ্ছে,দোকানির হাত
পেতলের দাঁতের ফাঁকে সূর্য

কাকে রোদ্দুর করে রাখে দিন?


ঝলমল; কয়েনগুলো, ওড়ে
বিতর্ক বাড়ায়না
শিশির পতনের আগের মাসগুলোয়

বিশ্রাম সাইকেল নড়ে ওঠে
হাতের চেনা পদবির ডাক
আরো দুটো নতুন উরু ছুয়েছে শরীরের রড

এবার গন্তব্য কোনদিকে ওড়ে?


বুকের সবুজে জামার উর্বরতা দোলে
টলটলে জলের মতন





বিষাদ



মথের ডানায় সুস্পষ্ট রোদ
রোদ পাখি হচ্ছে খোলাচুলের কালোয়
এই দেখ স্বচ্ছতার স্ফটিক - অনু

নদীকে ভাঙতে ভাঙতে ঘুমের বাগান উড়ে এল

জাহাজ বিষয়ক বাড়িটি আমাদের ডায়নিং টেবিল
তরল পায়ার মতন দুলছে ঘটনাক্রম


দৃষ্টির জমাট পাথরে

এই দ্যাখো,  উৎসব, চোখের পাতায় ত্রিপল ছেয়ে
দীধায় সবুজ
রাখালেরা সকালের বুদবুদ রেখেছে ঘড়িহিন কিশোরির
ছোটো ছোটো বুকে

জরির কাজকরা বিসর্জন পোহাতে থাকি
আসছে বছরগুলোর জন্য








0 comments:

Post a Comment